ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত হাজারের বেশি প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫ ভারতে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এক হাজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। এবারের সংক্রমণের ধাক্কায় সবচেয়ে বেশি ভুগছে দিল্লি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লিতে এখন ১০৪ জন কোভিড আক্রান্ত আছেন হয়েছে। গত ১৯ মে এই সংখ্যা ছিল ৯৯। এছাড়া, বিগত ১০ দিনে আরোগ্য লাভ করেছেন ২৪ জন ব্যক্তি। দিল্লির পাশাপাশি কেরালা ও মহারাষ্ট্রেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেরালায় এখন পর্যন্ত আক্রান্ত ৪৩০, মহারাষ্ট্রে ২০৯। চলতি মৌসুমে কোভিডে মৃত্যুর সংখ্যা ৭। SHARES আন্তর্জাতিক বিষয়: পরিবারকল্যাণমন্ত্রণালয়ের