টাইলসের দাগ দূর করার টিপস জেনে নিন প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৫ নিয়মিত ব্যবহারে টাইলসের ঝকঝকে ভাব বেমালুম উধাও হয়ে গেছে? অনেক সময় আবার টাইলসের মাঝের অংশে জমে থাকে ময়লা যা সহজে দূর করা যায় না। টাইলস পরিষ্কারের কিছু টিপস জেনে নিন। সপ্তাহে একদিন লিকুইড ক্লিনার ও ব্রাশ দিয়ে পরিষ্কার করুন টাইলস। ক্লিনার দিয়ে ২০ মিনিট অপেক্ষা করে এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করবেন। স্পঞ্জ ভিনেগারে ভিজিয়ে টাইলস ভালোভাবে মুছে ফেলুন। এভাবেই কিছুক্ষণ রেখে দিন। তারপর একটি ভেজা কাপড় দিয়ে ঘরের মেঝে মুছে নিন। টাইলস ঝকঝকে হবে। দুই টাইলসের মাঝের কালো দাগ দূর করতে বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করুন। মিশ্রণটি কিছুক্ষণ লাগিয়ে রাখার পর ব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন ময়লা। রাতে ঘুমানোর আগে টাইলসের উপর লবণ ছিটিয়ে দিন। পরদিন ব্রাশ দিয়ে স্ক্রাব করে পরিষ্কার করে ফেলুন। ১ বালতি পানির সঙ্গে আধা কাপ ভিনেগার ও আধা টেবিল চামচ ডিস সোপ একসঙ্গে মিশিয়ে মুছে নিন টাইলস। বাথরুমের টাইলসের দাগ তুলতে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মিশিয়ে টাইলসে স্প্রে করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। ভেজা বাথরুমে লবণ ছড়িয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করে ঘষে পরিষ্কার করে ফেললেও উপকার পাবেন। SHARES লাইফস্টাইল বিষয়: টাইলসেরভেজামিশ্রণটি