সব অপারেটিং সিস্টেমের নাম বদলে দিচ্ছে অ্যাপল? প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫ শিগগিরই সব অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। অ্যাপলের সফটওয়্যারের ইতিহাসে এটিই হতে চলেছে সবচেয়ে বড় রিব্র্যান্ডিং, যেখানে কোম্পানিটি তাদের সব অপারেটিং সিস্টেমের নাম কেবল সাল বা বছর অনুসারে রাখবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নিজেদের বিভিন্ন অপারেটিং সিস্টেমকে আগামী বছরের সংখ্যা অনুসারে চিহ্নিত করবে অ্যাপল। যেমন, এ বছরে তাদের আইফোনের অপারেটিং সিস্টেম ও কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম যথাক্রমে হবে আইওএস ২৬ ও ম্যাকওএস ২৬। প্রতিটি অপারেটিং সিস্টেমেই এ নামের বদল আনতে চলেছে অ্যাপল। যাতে সব সিস্টেমের নাম একই নিয়মে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এর ফলে আইফোন ও ম্যাক ছাড়াও অ্যাপলের অন্যান্য সিস্টেমের নামও বদলে যাবে। যেমন– আইপ্যাডওএস ২৬, ওয়াচওএস ২৬, টিভিওএস ২৬, ভিশনওএস২৬। সব মিলিয়ে প্ল্যাটফর্মে একক ও ধারাবাহিক নামকরণ প্রথা চালু করেছে কুপারটিনোভিত্তিক কোম্পানিটি। এখন পর্যন্ত, অ্যাপলের বেশিরভাগ অপারেটিং সিস্টেমের নাম রাখা হয়েছে সংখ্যার মাধ্যমে, যেখানে সংখ্যাটি বলতে বোঝায় পণ্যটি চালুর পর থেকে এর মূল সংস্কার হয়েছে কতবার তার ওপর। যেমন– সর্বশেষ আইফোনের অপারেটিং সিস্টেমের নাম আইওএস ১৮ ও দুই বছর পুরানো ভিশন প্রো হেডসেটটির সিস্টেমের নাম ভিশনওএস ২। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে প্রতি বছরই একটি করে নতুন অপারেটিং সিস্টেম আপডেট প্রকাশ করে আসছে অ্যাপল। যার ফলে সংস্করণ নম্বর প্রতি বছরই এক করে বেড়েছে। তবে এর সমস্যা হচ্ছে, ঠিক কোন বছরে কোন সংস্করণটি প্রকাশিত হয়েছে বা বর্তমানে সবচেয়ে নতুন সংস্করণটি কোনটি তা অনেক সময় বুঝতে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে এখন বছর অনুসারে সিস্টেমের নাম রেখে সেই বিভ্রান্তি দূর করতে চায় অ্যাপল। পাশাপাশি সব সফটওয়্যারকে একই নিয়মে সাজানো, যাতে সব অপারেটিং সিস্টেমের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ধারণা করা হচ্ছে, কোম্পানিটির আসন্ন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে তাদের সিস্টেমের নাম পরিবর্তনের ঘোষণা দেবে অ্যাপল। এ বছর কোম্পানিটির বিভিন্ন আপডেটেড পণ্য তাদের অপারেটিং সিস্টেমের নতুন নামের মতোই ব্যাপক ও বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। গুঞ্জন রয়েছে, অপারেটিং সিস্টেমে পরিবর্তন আনার পাশাপাশি আইওএসেও নাটকীয় ভিজুয়াল পরিবর্তন আনতে পারে অ্যাপল। নতুন ডিজাইন হবে অনেকটা ভিশন প্রো হেডসেটের মতো স্বচ্ছ, যা কাচের মতো চেহারা থেকে অনুপ্রাণিত। কেবল নাম নয়, দেখতেও অনেকটাই আলাদা হবে অ্যাপলের পরবর্তী বিভিন্ন সফটওয়্যার। অ্যাপলের একমাত্র অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাকওএস, যার নাম আগেও একাধিকবার পরিবর্তন করেছে কোম্পানিটি। ২০০১ সালে অ্যাপল ম্যাক ওএস এক্স বাজারে আনে। এরপরের সংস্করণে নামের সঙ্গে সংখ্যা ও নাম দুটিই ব্যবহার করত অ্যাপল। শুরুতে এসব নাম ছিল লেপার্ড ও লায়নের মতো বেড়ার গোত্রের প্রাণীর নামে। পরে তা পরিবর্তন করে ক্যালিফোর্নিয়ার অঞ্চল ও দর্শনীয় স্থানগুলোর নামে রাখতে শুরু কর কোম্পানিটি। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: অপারেটিংআইওএস