১১ ব্যাংকে মিলবে নতুন সিরিজের নোট প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জুন ২, ২০২৫ কোরবানির ঈদ সামনে রেখে বাজারে এসেছে নতুন টাকা। নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার থেকে মোট ১১টি ব্যাংকের মাধ্যমে নতুন টাকা বিতরণ করা হবে। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-শীর্ষক এই নকশার মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট। তবে আজ থেকে ঈদের সময়ে বাড়তি চাহিদা মেটাতে প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। সূত্র জানায়, এবারের ঈদকে কেন্দ্র করে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের নতুন নোট ছাপানো হয়েছে। এর বড় একটি অংশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছে। বাকি অংশ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিনিময় করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি গ্রাহক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তাই কিছু নির্দিষ্ট ব্যাংকে সীমিত পরিমাণে নতুন নোট সরবরাহ করা হয়েছে। এসব নোট সোমবার বা তার পরদিন থেকেই গ্রাহকদের কাছে পৌঁছাবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে আরও নতুন নোট ছাপানো হবে এবং সরবরাহের পরিমাণ বাড়ানো হবে। তবে নতুন নোটের পাশাপাশি আগের সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে। SHARES অর্থনীতি বিষয়: কেন্দ্রীয়ব্যাংক