কয়েক মাস ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলেননি কোহলি, কারণ কী

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বিরাট কোহলি ও এবিডি ভিলিয়ার্স। সবাই তাদের ভালো বন্ধু হিসেবেই চেনেন। প্রথমবারের মতো বেঙ্গালুরুর আইপিএল শিরোপা জয়ের দিনও দেখা গেছে সেই নিদর্শন। আগেই অবসর নেওয়া ডি ভিলিয়ার্সকে জড়িয়ে ধরে আপ্লুত হয়েছিলেন কোহলি। তবে এই দুজনের মধ্যেও তৈরি হয়েছিল দূরত্ব।

একবার প্রায় কয়েক মাস ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলেননি কোহলি। একবার লাইভে কোহলির স্ত্রী আনুশকা শর্মার গর্ভাবস্থার কথা প্রকাশ করে ফেলায় তৈরি হয়েছিল এই দূরত্ব।

ঘটনাটি গত বছরের। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন কোহলি-আনুশকা দম্পতি। এই কারণে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও না খেলার সিদ্ধান্ত নেন তিনি। বাবা হওয়ার খবরটি তাই বাইরে জানাতে চাননি ভারতের সাবেক এই অধিনায়ক। তবে বিষয়টি লাইভে ফাঁস করে দেন ডি ভিলিয়ার্স। যদিও কয়েকদিন পরেই প্রকাশ করা আরেকটি ভিডিওতে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বলেছিলেন, তিনি একটি ভুল করেছেন এবং এমন খবর শেয়ার করেছেন যা সত্য ছিল না।

কয়েক মাস আগেই আবার কোহলি ও ডি ভিলিয়ার্স কথা বলা শুরু করেছেন বলে জানিয়েছেন প্রোটিয়া সাবেক এই অধিনায়ক। ক্রিকেট ডটকমকে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি জানি আমরা একই অবস্থায় ছিলাম কারণ আমরা এটি নিয়ে কথা বলেছিলাম। গত ছয় মাস ধরে সে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। ঈশ্বরকে ধন্যবাদ! কারণ খুব বেশিদিন আগে নয় যখন তারা তাদের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় ছিল তখন আমার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। তাই, যখন সে আবার আমার সঙ্গে কথা বলতে শুরু করেছিল তখন আমি খুব স্বস্তি পেয়েছিলাম।’

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছিলেন বিরাট ও আনুশকা। ওই ছেলে সন্তানের নাম রাখা হয়েছে ‘অকায়’। এর আগে, ২০২১ সালে প্রথমবারের মতো বাবা-মা হয়েছিলেন এই ক্রিকেটার-অভিনেত্রী দম্পতি। সেই কন্যা সন্তানের নাম ‘ভামিকা’। ২০১৩ সালে প্রেম শুরু করা কোহলি-আনুশকা বিয়ে করেছিলেন ২০১৭ সালে।