‘পার্টটাইমার’ অকল্যান্ডকে গুনে গুনে ১০ গোল, বিশ্বরেকর্ড বায়ার্নের

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫

কেউ ছাত্র, কেউ বা শিক্ষক আবার কেউ কাজ করেন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে! দলের অনেক খেলোয়াড় এসেছেন বিনা বেতনে ছুটি নিয়ে। এদের নিয়েই দল গড়েছে অকল্যান্ড সিটি। মাঠের লড়াইয়ে তাই যা হওয়ার, সেটিই হয়েছে। অপেশাদার অকল্যান্ড সিটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বায়ার্ন মিউনিখ।

ফিফা ক্লাব বিশ্বকাপের  ‘সি’ গ্রুপের ম্যাচে সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে গতকাল রাতে গুনে গুনে ১০ গোল দিয়েছে বায়ার্ন। ইনজুরি থেকে ফিরে মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। এদিন ভেঙে গেছে চার বছরের পুরোনো রেকর্ড। ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।