ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মোদি, জানালেন কারণ প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে না যাওয়ার কারণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রভু জগন্নাথের পবিত্র ভূমিতে ফিরতে হবে বলেই ট্রাম্পের আমন্ত্রণ নম্রভাবে প্রত্যাখ্যান করেছেন। ওড়িষার ভুবনেশ্বরে এক জনসভায় দেওয়া বক্তব্যে মোদি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। মোদি সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। নরেন্দ্র মোদি বলেন, আমি কানাডায় জি-সেভেন সম্মেলনে অংশ নিচ্ছিলাম। তখন প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করে ওয়াশিংটনে আলোচনার ও মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। আমি তাকে ধন্যবাদ দিয়ে বলি, আমাকে ওড়িশায় প্রভু জগন্নাথের ভূমিতে ফিরতে হবে। আমি নম্রভাবে তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করি। এটাই ছিল বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তিতে ওড়িষায় মোদির প্রথম অংশগ্রহণ। তিনি অনুষ্ঠানে ১৮ হাজার ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চলতি বছরের শেষ দিকে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। সেখানেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জি-সেভেন সম্মেলনের সময় মোদি-ট্রাম্পের বৈঠক হওয়ার কথা থাকলেও ইরান-ইসরায়েল যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে ট্রাম্প মাঝপথে সম্মেলন ত্যাগ করেন। ফলে বৈঠক আর হয়নি। মোদি বলেন, আমার জন্য ওড়িষা শুধু একটি রাজ্য নয়, এটা ভক্তির কেন্দ্র, উন্নয়নের ক্ষেত্র। ট্রাম্পের আমন্ত্রণ সম্মানজনক হলেও, আমার প্রথম কর্তব্য দেশের প্রতি, মানুষের প্রতি। SHARES আন্তর্জাতিক বিষয়: ওয়াশিংটননরেন্দ্র