স্মার্টফোন পানিতে পড়লে কী করবেন, আর কী একেবারেই করবেন না

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

সব স্মার্টফোন কিন্তু জল-প্রতিরোধী নয়। তাই দুর্ঘটনাবশত ফোন পানিতে পড়ে গেলে কী করবেন, আর কী একেবারেই করবেন না—জেনে নিন।

১. দ্রুত মুছে ফেলুন ও ফোন বন্ধ করুন:
ফোনটি পানিতে পড়লে যত দ্রুত সম্ভব তুলে নিন। এরপর একটি নরম, পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন এবং সঙ্গে সঙ্গে ফোনটি অফ করে দিন। যদি হেডফোন, চার্জার বা ইউএসবি কেবল লাগানো থাকে, তা খুলে ফেলুন। চাইলে শুকনো তোয়ালের মধ্যে ফোনটি জড়িয়ে রাখুন—এতে অতিরিক্ত পানি শুষে নেবে।

২. সার্ভিস সেন্টারে মিথ্যা বলবেন না:
যদি ফোনটি এখনো ওয়ারেন্টির আওতায় থাকে, তাহলে নির্মাতার সার্ভিস সেন্টারে নিয়ে যান। তবে আগে জেনে নিন, কোন ধরণের ক্ষতি ওয়ারেন্টির অন্তর্ভুক্ত। মনে রাখবেন, ফোনের ভিতরে ‘ইমারসন সেন্সর’ থাকে, যা পানির সংস্পর্শে এলে রঙ বদলে যায়। তাই ফোন পানিতে পড়েছে তা গোপন করে কোনো লাভ নেই—সার্ভিস সেন্টারের কর্মীরা সহজেই বিষয়টি ধরে ফেলবেন।

৩. হেয়ার-ড্রায়ার ব্যবহার করবেন না:
ফোন শুকোনোর জন্য কখনোই হেয়ার-ড্রায়ার ব্যবহার করবেন না। এর গরম বাতাস ফোনের ইলেকট্রনিক সার্কিটের ক্ষতি করতে পারে। অনেকেই ওভেনের পাশে রেখে শুকোনোর চেষ্টা করেন—এটিও অত্যন্ত বিপজ্জনক অভ্যাস।

৪. নোনা জলে পড়লে সাবধান:
পরিষ্কার পানিতে ফোন ভিজলে কিছুটা আশা থাকে সেটি ঠিক করার, কিন্তু নোনা জলে পড়লে সেই সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। সমুদ্রের জলে ফোন পড়ে গেলে সেটি পরিষ্কার জলে ধোয়ার চেষ্টা করবেন না—তাতে ক্ষতি আরও বাড়বে।

৫. ডেটার ব্যাক-আপ রাখুন:
ফোনটি বাঁচানো না গেলেও তার ভিতরের তথ্য অনেক সময় অমূল্য হয়। তাই ফোনটি যদি অন করা যায়, যত দ্রুত সম্ভব সব গুরুত্বপূর্ণ ডেটার—যেমন ছবি, কন্টাকটস, ব্যাংকিং তথ্য ও হোয়াটসঅ্যাপ চ্যাটের—ব্যাক-আপ নিয়ে রাখুন। নিয়মিত ক্লাউডে ব্যাক-আপ নেওয়ার অভ্যাসও গড়ে তুলুন।