৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫ রাজধানীর হাতিরঝিল এলাকায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আবু সালাম (৪৪) ও ২। মোঃ জুলহাস উদ্দিন (৪০)। বুধবার (২২ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত ১২:৩০ ঘটিকায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরঙ্গ মন্দিরের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে হাতিরঝিল থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরঙ্গ মন্দিরের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আবু সালাম ও মোঃ জুলহাস উদ্দিনকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত হতে ৫ কেজি গাঁজা ও মাদককাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। SHARES বাংলাদেশ বিষয়: হাতিরঝিল