যাত্রীবেশে ইয়াবা পাচার, ২ কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতের দিকে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বিধু কুমার শীল (৫৬) এবং একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিমল ধর (৫৫)।

পুলিশ জানিয়েছে, গোপনসূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার সময় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এই সময় বাসের ডি—১ ও ডি—২ নম্বর সিটে বসা দুজন সন্দেহজনক আচরণের কারণে তাদের তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালে প্রত্যেকের কাছ থেকে ৯৫০ পিস করে ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, ‘যাত্রী হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাচ্ছিল দুইজন। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।