আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এবার ফলাফল প্রকাশের পালা প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫ আয়ারল্যান্ডে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গতকাল, শুক্রবার ভোটগ্রহণ করেছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ করেছে। বর্তমান প্রেসিডেন্ট ৮৪ বছর বয়সী মাইকেল ডি. হিগিন্সের স্থলাভিষিক্ত হবেন আজকের নির্বাচনে বিজয়ী প্রার্থী। ২০১১ সাল থেকে হিগিন্স এই পদে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথেরিন কনলি জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছেন। ৬৮ বছর বয়সী ব্যারিস্টার কনলি ২০১৬ সাল থেকে আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বিভিন্ন কৌশলে ভোটারদের আকৃষ্ট করেছেন। ডানপন্থী বিকল্প না থাকার অভিযোগ তুলে কট্টরপন্থী নেতারা ভোটারদের ভোট নষ্ট করে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। ডাবলিন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ ভোটের ফলাফল প্রকাশ করবে। SHARES আন্তর্জাতিক বিষয়: