লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৮, হিজবুল্লাহর পাল্টা হামলা

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

ইরান সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের তিন যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েল এসব হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর যোদ্ধাসহ অন্তত আটজন লেবাননি নিহত হয়েছে।

বুধবার এসব হামলা চালানো হয়েছে বলে লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সীমান্ত গ্রাম তেয়ার হারফায় বিমান হামলায় পাঁচজন এবং এর কিছুক্ষণের মধ্যেই সীমান্ত শহর নাকুরার এক রেস্তোরাঁয় আরেকটি হামলায় আরও তিনজন নিহত হয়।

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের হেবারিয়ে এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জবাবে বুধবার ভোররাতে তারা দেশটির সীমান্ত শহর কিরিয়াত শমোনা লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুড়েছে।

ইরান সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের তিন যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েল এসব হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।

ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, বুধবার কিরিয়াত শমোনায় রকেটের আঘাতে এক কারখানা কর্মী নিহত হয়েছে। রকেট হামলার আগে এলাকাটিতে সতর্ক করে সাইরেন বাজানো হলেও প্রাণহানি এড়ানো যায়নি।

কিরিয়াত শমোনায় হিজবুল্লাহর হামলার পর ইসরায়েল ফের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কথিত লক্ষ্যস্থলগুলোতে হামলা চালায়।