গুলির শব্দে কাঁপল কলকাতা বিমানবন্দর, সিআইএসএফ সদস্যের আত্মহত্যা প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪ দিনের শুরুতেই রক্তাক্ত হয়েছে কলকাতা বিমানবন্দর। হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠে বিমানবন্দর চত্বর। গুলি চালিয়ে সি বিষ্ণু (২৫) নামে সিআইএসএফের এক সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে বিমানবন্দরের ৫ নম্বর গেটের পাশে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, কলকাতা বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্য গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন। গুলিটি তার গলায় লাগে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এসময় তার পাশে থাকা ইনস্যাস রাইফেল উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহত সি বিষ্ণু দুবছর আগে সিআইএসএফ-এর চাকরিতে যোগ দেন। তার বাড়ি তেলাঙ্গানায়। বৃহস্পতিবার সকালে তিনি বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। SHARES আন্তর্জাতিক বিষয়: কলকাতাবিমানবন্দর