রাম হতে প্রস্তুত রণবীর প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪ আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা। রোমান্টিক বয় বলে পরিচিতি পাওয়া বলিউড তারকা রণবীর কাপুরই হচ্ছেন শ্রীরাম। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। নীতিশ তিওয়ারির বহু চর্চিত ছবি ‘রামায়ণ’-এর জন্য বহু আগে থেকেই বিভিন্ন রকম প্রস্তুতি শুরু করেছিলেন কাপুর পুত্র। এবার রণবীরের বিশেষ প্রশিক্ষণের কথা জানালেন তার প্রশিক্ষক। কিন্তু কীসের প্রশিক্ষণ নিচ্ছেন রণবীর? জানা গেছে, তিরন্দাজি শিখছেন রণবীর। যার জন্য আলাদা করে তিরন্দাজির প্রশিক্ষক নিয়োগ করেছেন তিনি। সম্প্রতি তিরন্দাজ প্রশিক্ষকের কাঁধে হাত রেখে ছবি তুলতে দেখা গেছে অ্যানিম্যালখ্যাত তারকা রণবীর কাপুরকে। ওই প্রশিক্ষককেই সেলফি তুলতে দেখা যায়। রণবীরের ফ্যান পেজে উঠে এসেছে সেই ছবি। সেখানে দাবি করা হয়েছে, তিরন্দাজি প্রশিক্ষকের সঙ্গে রণবীর। সম্প্রতি রাম হয়ে ওঠার জন্য জিমেও অনেকটা সময় কাটাচ্ছেন রণবীর। রণবীরের শীর্ষাসন করার ছবি পোস্ট করেছিলেন তার ফিটনেস কোচ। কয়েকদিন আগেই ভারতীয় একটি অনলাইন পোর্টালের এক প্রতিবেদনে নীতিশ তিওয়ারির রামায়ণে রামের ভাই লক্ষ্মণের চরিত্রে যিনি অভিনয় করছেন, তার নাম প্রকাশ করা হয়েছিল। রিপোর্ট অনুসারে, ‘নির্মাতারা অবশেষে তাদের লক্ষ্মণকে খুঁজে পেয়েছেন, ইনি আর কেউ নন, টিভি অভিনেতা রবি দুবে।’ যিনি এর আগে বহু টেলিভিশনের বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এদিক রামায়ণের বাকি অভিনেতাদের নাম আগেই জানা গিয়েছিল। নীতিশ তিওয়ারির রামায়ণে হনুমান হচ্ছেন সানি দেওল। সাই পল্লবী হচ্ছেন সীতা। দক্ষিণের যশ হচ্ছেন রাবণ, সূর্পনখার চরিত্রে দেখা যাবে রকুলপ্রীত সিংকে আর অমিতাভ বচ্চনকে দেখা যাবে রাজা দশরথের চরিত্রে। অন্যদিকে ববি দেওল এবং বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে।। জানা যাচ্ছে, কাস্টিং, ক্যামেরা, সিনমাটোগ্রাফি, ভিএফএক্স, সবদিক থেকেই বলিউডের বহু বিগ বাজেটের ছবিকে ছাপিয়ে যেতে চলেছে এই নীতিশ তিওয়ারির রামায়ণ। মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরুতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এই ছবির। মুম্বই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শ্যটিং শিডিউল রয়েছে। এদিকে কিছুদিন আগে শোনা যাচ্ছিল শুটিং শুরুর আগে আচমকাই চম্পট দিয়েছেন রামায়ণের প্রযোজক মধু মন্টেনা। যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। SHARES বিনোদন বিষয়: রণবীররাম