‘লাল সিং চাড্ডা’ থেকে পিছিয়ে ‘সিতারে জামিন পার’

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

‘লাল সিং চাড্ডা’ সিনেমার ভরাডুবির পর আমির ভক্তরা ‘সিতারে জামিন পার’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এমনকি মুক্তির আগে নানা সমালোচক নানা মত দিয়েছেন। প্রশ্ন উঠেছিল, সিনেমাটি কি বক্স অফিসে আমির খানের হারিয়ে যাওয়া করিশমা ফেরত আনতে পারবে?

যদিও এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে সিনেমাটির প্রথমদিনের আয় মোটামুটি সন্তোষজনক হলেও আমিরের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রথমদিনের আয়কে ছাড়াতে পারেনি।

‘সিতারে জমিন পার’ মুক্তি পেয়েছে ২০ জুন। সর্বশেষ তথ্য অনুসারে, স্পোর্টস ড্রামাভিত্তিক সিনেমাটি ধীর গতিতে হলেও, শুরুটা খুব খারাপ করেনি। প্রথম দিনে আয় করেছে ১১.০৫ কোটি রুপি।

তবে ‘সিতারে জামিন পার’ প্রথম দিনে ‘লাল সিং চাড্ডা’র আয়ের সংখ্যা পার হতে পারেনি। ২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১.৭ কোটি রুপি আয় করেছিল ‘লাল সিং চাড্ডা’।

বলা প্রয়োজন, ১০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুকে নিয়ে নির্মিত হয়েছে এটি। যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন অমিতাভ। এই ১০ অভিনেতারা হলেন- আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’র হিন্দি সংস্করণ। সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

উল্লেখ্য, ‘সিতারে জমিন পার’ নির্মাণ করেছেন আরএস প্রসন্ন।

সূত্র: এনডিটিভি