নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

ঈদের বাকি আরও দুই সপ্তাহ। তার আগেই নোয়াখালীর বাসিন্দাদের জন্য ঈদের খুশি নিয়ে এলো বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড; যা সনি-স্মার্ট নামে সর্বাধিক পরিচিত। জি-ফাইভ নিশ্চয়তায় অভূতপূর্ব দাম, সঙ্গে বাহারি উপহারের পসরা সাজিয়ে শহরটিতে সনির জেনুইন পণ্য বিক্রি শুরু করেছে সনি-স্মার্ট। এর মধ্য দিয়ে সনির জেনুইন পণ্য পাওয়া নিয়ে এখানকার বাসিন্দাদের আর দুশ্চিন্তা থাকলো না। নোয়াখালীবাসীর এবারের ঈদের খুশি হবে আরও বেশি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালী শহরের প্রাণকেন্দ্র মাইজদী কোর্টের জয়কৃষ্ণপুরে ওসমান টাওয়ারের নিচতলায় নিজস্ব শোরুম চালু করেছে সনি-স্মার্ট। ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় আরও উপস্থিত ছিলেন সনি স্মার্ট-এর পরিচালক তানভীর হোসেন, মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান সারোয়ার জাহান চৌধুরী এবং বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান।