ক্যাচ মিসে বাংলাদেশের পরিসংখ্যান কতটা বাজে? প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ একের পর এক ক্যাচ মিস করেই চলেছে বাংলাদেশ। সিলেট টেস্টে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে বাগে পেয়েও হাতছাড়া হয়েছে সুযোগ। মাহমুদুল হাসান জয়ের ক্যাচ মিসের সুবাদে লংকানরা ফিরে এসেছিল ম্যাচে। সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছিল রেকর্ড ৩২৮ রানের ব্যবধানে। অবস্থার পরিবর্তন ঘটেনি চট্টগ্রাম টেস্টে এসেও। একের পর এক সহজ ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। সাগরিকায় তাই রানের উৎসব করেছে সফরকারী ব্যাটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চিত্র দেখে অবশ্য বোঝার উপায় নেই, গেল তিন বছরে অন্তত স্লিপে ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি ছিল চোখে পড়ার মতোই। ২০২৩ সালের ডিসেম্বরে পাওয়া এক তথ্য বলছে, গত তিন বছরে বাংলাদেশি পেসারদের বলে স্লিপে যতগুলো ক্যাচ গেছে তার প্রায় ৮৬ শতাংশই তালুবন্দি করেছে বাংলাদেশ। প্রকাশিত ওই তালিকা বিবেচনায় আনলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকেও এগিয়ে থাকবে বাংলাদেশের ফিল্ডাররা। তালিকায় সবার ওপরে আছে দক্ষিন আফ্রিকা। প্রোটিয়ারা প্রায় ৮৯ শতাংশ ক্যাচ তালুবন্দি করেছে। তারা স্লিপ ফিল্ডিংয়ে কতটা দক্ষ তা এই পরিসংখ্যানেই স্পষ্ট। প্রায় ৮৮ শতাংশ ক্যাচ নিয়ে দুইয়ে ভারত। আর প্রায় ৮৬ শতাংশ ক্যাচ নিয়ে তিনে ছিল নিউজিল্যান্ড। SHARES ক্রিকেট বিষয়: বাংলাদেশশ্রীলঙ্কা