বনশ্রীর স্বপ্ন সুপার শপে ডাকাতি, গ্রেফতার ৬

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

রাজধনীর বনশ্রীর স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করছে পুলিশ। রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মাওলা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে রিপন খান ওরফে জাফর নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী শুক্রবার আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড থেকে বাকীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রিপন খান ওরফে জাফর, সোহেল খান, মো. নজরুল ইসলাম, মো. জুয়েল ইসলাম। এছাড়া ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মো. তারেক হাসান ও মো. তালহাকে।

তিনি জানান, গত ১৯ মার্চ দিবাগত রাত ২টা ৪০ মিনিট থেকে ২টা ৫৭ মিনিটের মধ্যে চারজন লোক বনশ্রীর বি ব্লকে স্বপ্ন সুপার শপে গার্ডদের গুরুতর আহত করে তালা কেটে বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন পারফিউম শ্যাম্পুসহ দুই বস্তা কসমেটিকস নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ২০ মার্চ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই রামপুরার একটি টিম সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর