নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি-সেক্রেটারিসহ চার শতাধিক নেতাকর্মীর জামিন প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ দলটির সাড়ে চারশ’ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের পৃথক জামিন আবেদনের শুনানি করে রবিবার (৩১ মার্চ) বিচারপতি ইকবাল কবিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান। পরে তিনি বলেন, ‘আজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আগাম জামিন নিয়েছেন। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা করা হয়েছিল।’ SHARES আইন আদালত বিষয়: আদালতবিএনপি