যুক্তরাষ্ট্রে ফের সেতুতে বার্জের ধাক্কা প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৪ যুক্তরাষ্ট্রের আরকানস নদীর সেতুতে গিয়ে ধাক্কা লেগেছে একটি পণ্য পরিবহনকারী বার্জের। গত মঙ্গলবার (২৬ মার্চ) ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনার এক সপ্তাহের মধ্যে আবারও একই ধরনের বিপর্যয়ের ঘটনা ঘটেছে দেশটিতে। রোববার (৩১ মার্চ) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর আরকানস নদীর উপর সেতুটি এখনো অক্ষত রয়েছে। কিন্তু প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা না হওয়া পর্যন্ত সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে। ওকলাহোমা স্টেট পুলিশ ইতিমধ্যেই দক্ষিণ সালিসোর রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। ঠিক যেভাবে গত মঙ্গলবার বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়ে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। ঘটনাটিতে কোনো হতাহতের খবর নেই। এছাড়া সেতুতে বার্জের আঘাত লাগার কারণও এখনো জানা যায়নি। SHARES আন্তর্জাতিক বিষয়: বাল্টিমোরযানসেতু