মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ২ বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৪

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামকস্থানে ফ্রেশ কোম্পানির সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন অনার্স ৪র্থ বর্ষের ছাত্র হাসান আলী (২১)। সে সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে।

নিহত অপর একজনের নাম ও ঠিকানা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক বাবুল আলীকে (৩৭) আটক করেছে পুলিশ। সে মাগুরা জেলার শালিখা গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি ফ্রেশ সিমেন্ট কোম্পানিতে কর্মরত রয়েছেন।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, সকালে দুই যুবক বাইসাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এ সময় ফ্রেস কোম্পানির সিমেন্ট বোঝায় একটি ট্রাক মেহেরপুরের দিকে আসছিল। চাঁদবিল মাঠের মধ্যে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঐ দুইজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্ট বোঝায় ট্রাকের ঐ চালক দুর্ঘটনার আগে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার কারনেই এ দুর্ঘটনা। এর আগেও একই সড়কে সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিটি দুর্ঘটনা ঘটেছে ভোর থেকে সকালের মধ্যে। দুর্ঘটনাগুলোর অন্যতম কারণ চালকের ঘুমিয়ে যাওয়াকে বলে অভিযোগ করেন তারা। কারণ একজন চালক টানা ১২ থেকে ১৪ ঘণ্টা গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলেও তারা জানান। বিষয়টি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তা না হলে এ দুর্ঘটনা আরও বাড়বে বলে দাবি তাদের।