মেসি নাকি রোনালদো, হ্যাটট্রিকের পরিসংখ্যানে সেরা কে?

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪

বিশ্ব ফুটবলে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে যে দুটি নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেটি হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্সালোনা থেকে রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামি থেকে আল নাসর- সবখানেই যেন সমাদৃত ফুটবল বিশ্বের বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই দুই তারকা।

ক্যারিয়ারের প্রায় শেষ সময়ে এসে পৌঁছেছেন তারা। কিন্তু উভয়েরই বয়সটা খাতা কলমে বাড়লেও খেলায় যেন এখনও সেই ২০ বছর পূর্বের তরুণই রয়ে গেছেন এই দুই মহাতারকা। গোল-অ্যাসিস্ট তো রয়েছেই, সাথে হ্যাটট্রিকের তালিকাতেও শীর্ষেই রয়েছেন তারা।

মাঠের খেলায় যেমন দুজনের দলের উত্তেজনা থাকে চরমে, ঠিক তেমনি তাদের ভক্তদের বিতর্ক যেন বাড়তি উন্মাদনা জোগায়। তবে দুইজনের মধ্যে কে সেরা, সেই বিতর্কের অবসান যেন কোনো দিনই হওয়ার নয়।

রোনালদোভক্তদের কাছে সর্বকালের সেরা ফুটবলার রোনালদো। অপরদিকে মেসিভক্তদের কাছে সর্বকালের সেরা ফুটবলার হলেন মেসি। এই বিতর্ক আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে তিনদিনের ব্যবধানে রোলানদোর দুই হ্যাটট্রিকে।গত শনিবার সৌদি প্রো লিগে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। এর তিন দিন পর গত মঙ্গলবার রাতে আবহার বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক রোনালদোর। রোনালদোর এই দুই হ্যাটট্রিকের পর অনেকে মেসির সঙ্গে পর্তুগিজ তারকাকে তুলনা করেছেন হ্যাটট্রিকের সংখ্যা দিয়ে। অর্থাৎ কার বেশি হ্যাটট্রিক, রোনালদো নাকি মেসির?

হ্যাটট্রিকের সংখ্যা বিবেচনায় অবশ্য জয়টা হবে রোনালদোর। ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৫টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। আর মেসির হ্যাটট্রিক ৫৭টি। সে হিসেবে মেসির চেয়ে রোনালদোর হ্যাটট্রিক বেশি ৮টি।দুইজনেই আছে ক্যারিয়ারের শেষের দিকে। তবে মেসির জন্য বাকি ৮টি হ্যাটট্রিক করা অতটা সহজ হবে না। কারণ, খেলার মাঠে বেশি গোল পাাচ্ছেন না আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে হ্যাটট্রিক পেয়েছিলেন ইন্টার মিয়ামি তারকা মেসি। এরপর তো এক বছর হ্যাটট্রিক ছাড়া পার করছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৯ গোল করেছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলে আল নাসরের হয়ে পর্তুগিজ তারকার গোলের সংখ্যা ৪২।অপরদিকে চলতি বছর বেশ ভালোভাবেই শুরু করেছেন মেসি। এখন পর্যন্ত জাদুকরী পায়ে গোল করেছেন ৫টি। তবে বর্তমানে হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠের বাইরে আছেন মেসি। যে কারণে মিস করেছেন এল সালভেদর ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ।