প্রত্যাশিত যাত্রী নেই মহাখালীতে, টিকিট বিক্রেতাদের হতাশা

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।  এক মাস সিয়াম সাধনা ও স্কুল কলেজের লম্বা ছুটি সে খুশিকে বাড়িয়ে দেয় কয়েকগুণ। তবে এর মধ্যেও প্রত্যাশা অনুযায়ী যাত্রী না পাওয়ায় হতাশা প্রকাশ করতে দেখা যায় বেশ কিছু টিকিট বিক্রেতাদের।

শনিবার (৬ এপ্রিল) সকালে ঢাকার ব্যস্ততম বাস টার্মিনাল মহাখালী গিয়ে এ অবস্থা দেখা যায়। এসময় যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি স্টেশনে।

এদিন সকাল ৮টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বাস স্টেশনে ভিড় নেই যাত্রীদের, অলস সময় কাটাচ্ছেন টিকেট কাউন্টারগুলোর বিক্রয়কর্মীরা। যাত্রী ছাউনিগুলো ফাকা, যাত্রীদের গুনতে হচ্ছে না বাড়তি ভাড়া। তাই অনেকটা স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন যাত্রীরা।

বাড়িতে যাবার জন্য স্টেশনে আসা যাত্রীরা বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার ভিড় নেই বললেই চলে, টিকিট কাউন্টারগুলোতে নেই যাত্রী চাপ। তাই অনেকটা স্বস্তিতেই বাড়ি যেতে পারবো বলে মনে হচ্ছে। এবার যাত্রীর চাপ না থাকায় টিকিট কাটতে গিয়েও মিলছে স্বস্তি।

রাজধানীর মহাখালী থেকে বিভিন্ন গন্তব্যের কাউন্টারে গিয়েও একই চিত্র দেখা যায়, এসময় মহাখালী থেকে বগুড়া, নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন ও একতা পরিবহনের টিকিট কাউন্টারের সামনে কোন যাত্রী দেখা যায়নি। মহাখালী থেকে হবিগঞ্জ, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট এর উদ্দ্যেশ্যে ছেড়ে যাওয়া এনা পরিবহনের টিকিট কাউন্টারেও একই অবস্থা দেখা যায়। এছাড়া এসআর ট্রাভেলস, সেবা লাইনসহ বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ফাকা দেখা যায়। তবে এসি বাসের টিকিট বিক্রি ছিল স্বাভাবিক। বাড়তি ভিড় ছিল মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসে।