গোপালগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

গোপালগঞ্জে জামাইয়ের হাতে শশুর বাদশা গাজী (৬৫) খুন হয়েছেন। পারিবারিক কলহের কারনে ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে দেহ থেকে শশুরের মাথা বিচ্ছিন্ন করে দেয় জামাই।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে জামাই মুরাদ আলী (৪০) তার শশুরকে বটি দিয়ে এক কোপ দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। ঘাতকের স্ত্রী তানিয়া বেগমের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে তিনি জানান, স্ত্রী তানিয়া বেগম ধলইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরীর সুবাদে জামাই মুরাদ আলী শশুর বাড়িতেই থাকতো। ঘাতকের বাড়ি পার্শ্ববতী নড়াইল জেলায়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সে তার দুই সন্তানকে নিয়ে তার গ্রামের বাড়িতে যায়। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সে বাড়ি থেকে সন্তানদেরকে নিয়ে শশুর বাড়িতে আসে এবং ঘরে থাকা বটি দিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা শশুরকে কুপিয়ে খুন করে।এলাকাবাসী ঘাতক জামাইকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

দীর্ঘ বছর ওই ঘাতক জামাই সৌদি আরবে ছিলেন। বছর খানেক আগে বাড়িতে সে দেশে ফেরে। বেশ কিছুদিন হলো ঘাতক জামাই তার শশুর বাড়ির লোকজনকে দোষারোপ করে আসছিল যে, তাকে যাদু টোনা করা হয়েছে। যেকারনে সে অতি সম্প্রতি অস্বাভাবিক আচরণ করে আসছিল বলে তার স্ত্রী ধলইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া বেগম জানিয়েছেন।