উদযাপন ছাড়াও রোনালদোর সঙ্গে যেসব মিল গার্নাচোর

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

আর্জেন্টাইন হলেও পুরোদমে আদর্শ মানেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। যা অনেকটা ‘ঘরের শত্রু বিভীষণ’ প্রবাদের সঙ্গে মিলে যায়। তবে এটা ঠিক যে পর্তুগিজ সুপারস্টারকে অনুসরণ করতে গিয়ে নিজের দেশকে অস্বীকৃতি দেননি আলেজান্দ্রো গার্নাচো। এমনকি তিনি জাতীয় দলের হয়েও খেলছেন। স্বদেশি মহাতারকা লিওনেল মেসির সঙ্গে খেললেও, তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে আদর্শ মানায় সমালোচনা সইতে হয় গার্নাচোকে। ভিনদেশি এই দুই ফুটবল তারকার মধ্যে বেশকিছু মিলও রয়েছে। 

সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ পারফর্ম করছেন গার্নাচো। যেখানে এর আগে খেলেছেন বর্তমানে আল–নাসরের হয়ে খেলা রোনালদো। মাঝে দুজন ওল্ড ট্রাফোর্ডের দলটির জার্সিতে একসঙ্গে খেলেছেনও। পরবর্তীতে ক্লাব পরিবর্তন হলেও সিআরসেভেনের করা না উদযাপনের দেখা মিলছে গার্নাচোর কল্যাণে। গোল করে তিনি তার ওই ফুটবল-আদর্শের মতো করেই চিরচেনা সব উদযাপনে মাতেন।

আর্জেন্টাইন হয়েও রোনালদোকে পছন্দ করার বিষয়টি কখনও লুকোচাপায় রাখেননি আর্জেন্টাইন তারকা। এর আগে একবার এই তরুণ ফরোয়ার্ড জানিয়েছিলেন, ‘আমি সবসময় তাকে একজন রোল মডেল হিসেবে দেখি। আমার জীবনে আমি ক্রিশ্চিয়ানোর মতো কোনো খেলোয়াড় দেখিনি। আমি তার মতো হতে চাই।’