ভাসানটেকে দগ্ধ ৬ প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ রাজধানীর পশ্চিম ভাসানটেকে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ লিটন মিয়া (৫২) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে দাঁড়ালো। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় তার স্ত্রী সূর্য বানুও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার আগে শনিবার সকালে মারা যান সূর্য বানুর মা মেহেরুন্নেছা (৬৫)।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় দগ্ধ অন্য তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন লিটন ও সূর্য বানু দম্পতির তিন সন্তান লিজা (১৮), সুজন (৮) ও লামিয়া (৭)। SHARES জাতীয় বিষয়: বিস্ফোরণভাসানটেকেসিলিন্ডার