জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি হোলৎসেনবাইন মারা গেছেন প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য বার্নড হোলৎসেনবাইন মারা গেছেন। গতকাল মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার দীর্ঘদিনের ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। আইনট্রাখটের হয়ে চারটি শিরোপা জেতা হোলৎসেনবাইন দলটির জার্সিতে বুন্দেসলিগায় ১৬০টি গোল করেছেন। যা ক্লাবটির ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ গোল। তাকে স্মরণ করে ফ্রাঙ্কফুর্ট লিখেছে, অসংখ্য গোলের মধ্যে একটি গোল ভুলে যাওয়ায়ও অসম্ভব…বার্নড হোলৎসেনবাইনের নাম যখনই উচ্চারিত হবে, আইনট্রাখট পরিবার এসব স্মরণ করবে। আইনট্রাখটের এই কিংবদন্তি ২০২৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন। জার্মান ফুটবলে তিনি চিরস্মরণীয় ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালের একটি ফাউলটি নিয়ে। মিউনিখের সেই ফাইনালে ইয়োহান ক্রুইফ ও নেসকেন্সদের সোনালি প্রজন্ম তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ২ মিনিটে এগিয়ে গিয়েছিল। ২৫তম মিনিটে হোলৎসেনবাইন নেদারল্যান্ডসের বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল পশ্চিম জার্মানি। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন পল ব্রাইটনার। পরে মুলারের গোলে ২-১ ব্যবধানের জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। সেই বিশ্বকাপ শেষে ডাচ সমর্থকরা সেই পেনাল্টির জন্য হোলৎসেনবাইনকে সব সময় দুষেছে। তার বিরুদ্ধে ডাইভ দেওয়ার অভিযোগ করেছে তারা। কিন্তু হোলৎসেনবাইন সব সময় আত্মপক্ষ সমর্থন করে দাবি করেছেন, ওটা ‘পরিষ্কার পেনাল্টি।’ আইনট্রাখটে ১৪ বছরের ক্যারিয়ারে তিনটি জার্মান কাপ এবং উয়েফা কাপ জিতেছেন তিনি। জাতীয় দলের (১৯৭৩–১৯৭৮) জার্সিতে ৪০ ম্যাচে করেছেন ৫ গোল। SHARES খেলাধুলা বিষয়: জার্মানিহোলৎসেনবাইন