দোকান ভাঙা নিয়ে হঠাৎ উত্তেজনা মুগদায় প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪ সংকীর্ণ রাস্তা প্রসারিত করতে যৌথ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার থেকে শুরু হয়ে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালিত হচ্ছে এই এলাকায়। অভিযানে রাস্তার দুইপাশে থাকা ভবন, বাড়ি, দোকানপাটগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযান পরিচালনাকারী দল মুগদা প্রধান সড়কের কাছাকাছি এলে দুই একটি দোকান মালিক কাজে বাধা দেন। অভিযান পরিচালনা করা দলের সঙ্গে তৈরি হয় বাকবিতণ্ডা। এই অবস্থায় পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে সরিয়ে দেয় তাদের। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে পরিস্থিতি সামলে নেয় পুলিশ সদস্যরা। সোমবার সকাল থেকে মুগদা ব্রিজের দিক থেকে মুগদা প্রধান সড়কের দিকে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য উপস্থিত আছেন। SHARES জাতীয় বিষয়: রাজউকরাজধানী