গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪ গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকায় একটি ডাইং কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ওই কারখানার ডাইং বিভাগের কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, গোডাউনটিতে ডাইং এর কেমিক্যাল ও তুলা মজুদ ছিল। কারখানায় কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ঢাকা জোন-৩) এর উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। SHARES জাতীয় বিষয়: অগ্নিকাণ্ডটঙ্গী