প্রথম ধাপে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ১৯৮ প্রার্থী

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৯৮ জন প্রার্থী। সোমবার প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৯৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন প্রত্যাহার করে নেন।

ফলে প্রথম ধাপে বৈধ প্রার্থীর সংখ্যা এখন ১ হাজার ৫৮৮ জন। আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দ শেষে প্রচারে মাঠে নামবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে ১৫০ উপজেলায় ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর যেখানে ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি, সেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন। এ ছাড়া দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮ এপ্রিল (রোববার) আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল।

প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে এবং ১১২ উপজেলায় ২৯ মে ভোট গ্রহণ করা হবে।