ইসরায়েলে বহু রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ এনডিটিভি জানিয়েছে, গতকাল (২২ এপ্রিল) স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা চালানোর সময় ইসরায়েলের দিকে প্রায় ৩৫টি রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, রকেটগুলো ফাঁকা স্থানে পড়েছে এবং এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের হত্যা ও ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা চলবে। সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এদিকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। SHARES আন্তর্জাতিক বিষয়: বিশেষজ্ঞরাসংঘাত