ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪

গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা এবং যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ ঠেকাতে একাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।মঙ্গলবার ২৩ এপ্রিল বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ বন্ধ করতে ক্যাম্পাসে প্রবেশ করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করলে অন্তত কয়েক ডজন ছাত্রকে গ্রেপ্তার করে।

প্রতিবেদনে বলা হয়, এমআইটিসহ মার্কিনজুড়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে ‘তাঁবু’ খাঁটিয়ে বিক্ষোভ করছে। এমআইটির ছাত্ররা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করেন। তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে এমআইটির সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান