ক্যান্সারে চলে গেলেন পেপার রাইম ব্যান্ডের সাদ প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪ নব্বই দশকে মাত্র একটি অ্যালবাম প্রকাশ করেই শ্রোতাদের মনে জায়গা করে নেয় ব্যান্ড পেপার রাইম এবং শিল্পী আহমেদ সাদ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মানলেন পেপার রাইম ব্যান্ডের গায়ক আহমেদ সাদ। ‘অন্ধকার ঘরে’র মত গানের জন্য ৯০ এর দশকের শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া এই গায়ক মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৫২ বছর। সাদের স্কুলজীবনের বন্ধু ও পেপার রাইম ব্যান্ডের সদস্য অনিন্দ্য কবির অভিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক বছর ধরেই তো সাদ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল। মাঝখানে ক্যান্সার কিছুটা ভালোও হয়েছিল। কিন্তু মাস কয়েক হল ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে। “তিন দিন আগে একটা হার্ট অ্যাটাক হয়, তখন ওকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে আবার হার্ট অ্যাটাক হয়। পরে রাতে কর্তব্যরত চিকিৎসক ওকে মৃত ঘোষণা করেন।” বৃহস্পতিবার সাদের দাফন হতে পারে জানিয়ে অভিক বলেন, পারিবারিকভাবে বিষয়গুলো চূড়ান্ত করা হবে। নব্বই দশকে মাত্র একটি অ্যালবাম প্রকাশ করেই শ্রোতাদের মনে জায়গা করে নেয় ব্যান্ড পেপার রাইম এবং শিল্পী আহমেদ সাদ। মিলু আমান ও হক ফারুকের লেখা ‘বাংলার রক মেটাল’ বইয়ে ‘পেপার রাইম’ সম্পর্কে বলা হয়েছে– ১৯৯৬ সালে সাউন্ডটেকের ব্যানারে ব্যান্ডের নামেই পেপার রাইমের প্রথম অ্যালবাম প্রকাশ হয়। SHARES বিনোদন বিষয়: অ্যালবামরাইম