দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে পরিচালক পদে অংশগ্রহণ করছেন রেইজ আইটি সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএএম রাশেদুল মাজিদ। ‘ব্যক্তির উপরে দল, দলের উপরে বেসিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিমে’র সদস্য হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

দীর্ঘদিন ধরে নিজের ব্যবসার পাশাপাশি বেসিস এবং বিভিন্ন ওয়েব সম্পর্কিত কার্যক্রমের সামাজিক সেবামূলক কাজ করছেন কেএএম রাশেদুল মাজিদ।রাশেদুল মাজিদ বলেন, ‘আমি আমার দীর্ঘ ডিজিটাল মার্কেটিং এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাপণ্য বানানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব সদস্যকে সঙ্গে নিয়ে তাদের তৈরি তথ্যপ্রযুক্তিপণ্য এবং সেবাগুলোকে সঠিক ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে মার্কেটিং, ফাইন্যান্সিং এবং মেন্টরিংয়ের মাধ্যমে বিশ্বের কাছে উপস্থাপন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই তথ্যপ্রযুক্তিপণ্য বা সেবাগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো। এ ব্যাপারে আমি বেসিসের সব সদস্যের কাছে সহযোগিতা, নৈতিক সমর্থন ও ভোট প্রার্থনা করছি।’