উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: মির্জা আব্বাস প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৪ উপজেলা নির্বাচন ‘সরকারের পাতানো ফাঁদ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (০৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির নির্বাহী সদস্য হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, ‘আরেকটা ফাঁদ, সর্বশেষ ফাঁদ পেতেছে সরকার। তারা বলছে, উপজেলা নির্বাচন। এর আগে জাতীয় নির্বাচনেও ফাঁদ পেতেছিল। বিএনপিকে নির্বাচনে নেবে। কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। সরকার রাজতন্ত্র কায়েম করতে পারে, রাজতন্ত্র ঘোষণা দিতে পারে, কিন্তু নির্বাচনের কথা তাদের মুখে মানায় না।’ তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। আমার ছোটভাই রিজভী (রুহুল কবির রিজভী) উদাহরণ দিলেন সরিষাবাড়ি, কক্সবাজার ও বরিশালের। ওরা (আওয়ামী লীগ) নাকি বলেছে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না।’ ‘আমি রিজভীর উদ্দেশ্যে বলতে চাই, ভাই এটা শুধু দেখার জন্য্ আনন্দের বিষয়। কুকুরের কুকুরে কামড়া-কামড়ি করছে, আমরা শুধু দেখি। আমাদের শুধু দেখার বিষয়। কামড়াকামাড়ি কুকুরে কুকুরে হচ্ছে আমার কি? করুক গিয়ে। আমরা তো নির্বাচনে নাই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না, বিএনপির প্রার্থী দাঁড়ালে কী দাঁড়াতো অবস্থাটা। তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে। মির্জা আব্বাস বলেন, ‘এই দেশে এই স্বৈরশাহীর পত্রিকায় দেখলাম সরকার উখাৎ করবে। আরে ভাই আমি তো সরকারই দেখি না। এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উখাৎ করার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, সরকার থাকতে পারবে না।’ তিনি বলেন, ‘একজন-দুইজন-তিনজন করে প্রতিদিন কোর্টে আত্মসমর্পণ করছে, স্বেচ্ছায় জেলে যাচ্ছে। আমরা তাদের মুক্তি দাবি করে আসছি, আজকে এই মানববন্ধনে হচ্ছে। বিচিত্র এই বাংলাদেশ! সেদিন দেখলাম আমার কোনো এক ভাই এক‘শ টাকার চুরির জন্যে চোরের হাত বেঁধে রাখেন আর ১ হাজার কোটি টাকা চুরি যারা করে তাদেরকে স্যালুট দেন। এই হলো বাংলাদেশ। আজকে বাংলাদেশের কী করুণ অবস্থা, কি দুরাবস্থার মধ্যে আছে। এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলেই জানে। আর তার চেয়ে বেশি জানে বিএনপির নেতা-কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে।’ SHARES রাজনীতি বিষয়: আব্বাসবিএনপিমির্জা