মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৪ প্রায় গভীর রাতে ঘুমান দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। বাংলাদেশে যখন রাত, আর্জেন্টিনাতে দিন। তাই ঢাকায় থেকে নিজ দেশের সঙ্গে যোগাযোগের জন্য রাতকে বেশিরভাগ সময় বেছে নিতে হয় বাংলাদেশের সাবেক ও আবাহনী লিমিটেডের বর্তমান কোচ ক্রুসিয়ানিকে। গতকাল রাতে ভার্চুয়াল জগতে আসতেই বড় দুঃসংবাদে তাকে ধাক্কা খেতে হয়েছে। আর সেটা হচ্ছে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তির মৃত্যুর খবর! আর্জেন্টাইন ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর মেনোত্তির চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে ৬১ বছর বয়সী ক্রুসিয়ানির। শুধু যে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ বলে নয়, মেনোত্তির সঙ্গে নিবিড় সম্পর্কও ছিল তার। বলতে গেলে মেনোত্তি ছিলেন তার কোচিং ক্যারিয়ারে গুরুর সমতূল্য। ১৯৯৯-২০০০ সালের দিকে বুয়েন্স এইরেসের অন্যতম পেশাদার দল ইন্ডিপেন্ডেন্টের কোচ চিলেন মেনোত্তি। সেই কোচিং স্টাফদের মধ্যে ক্রুসিয়ানি ছিলেন অন্যতম। সহকারী হয়ে কাজ করেছেন। মেনোত্তির কাছ থেকে অনেক কিছু শিখেছেনও। ৮৫ বছর বয়সী গুরুর প্রয়াণে তাই ক্রুসিয়ানি গভীরভাবে শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের কথাও লিখেছেন। রাতে এমন মৃত্যুর খবর দেখে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মেনোত্তি ছিলেন আমার গুরু। তার সঙ্গে দুই যুগ আগে টেকনিক্যাল স্টাফদের একজন হয়ে কাজ করেছি। সেই স্মৃতি বেশ মনে পড়ছে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’ SHARES খেলাধুলা বিষয়: আন্দ্রেসক্রুসিয়ানি