শরীয়তপুরে আগুনে পুড়ল ৯ দোকান

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৪

শরীয়তপুর সদরের আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। সদর উপজেলার আংগারিয়া বাজারের জুতাপট্টি ও ফলপট্রিতে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদ মুন্সীর জুতার দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এ সময় সেই আগুন আশপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শরীয়তপুর সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই আগুনে পুড়ে জুতা, কসমেটিকসসহ ৬টি দোকান পুড়ে যায়। পাশাপাশি ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে পারবে বরে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোকলেছ বেপারী বলেন, ‘জুতা, কসমেটিকস, সেলুনসহ ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি পক্ষ থেকে সহযোগিতা না পেলে আমরা পথে পরে যাব।’

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্টেশন লিডার শ্যামল বিশ্বাস বলেন, ‘আমরা খবর পেয়ে আংগারিয়া বাজারে গিয়ে দেড়ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। এরই মধ্যে ৬টি দোকান পুড়ে যায় এবং ৩টি দোকান আংশিক ক্ষতি হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের বলা যাবে।’