রোগীদের সেবার সবকিছুই করেন নার্সরা : বিএসএমএমইউ ভিসি

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেছেন, বিশ্বের অন্যান্য দেশগুলোতে রোগীদের চিকিৎসা সেবার প্রায় সবকিছুই নার্সরা করেন। বিশ্বের বিভিন্ন হাসপাতালে আমি গিয়েছি, যেখানেই গিয়েছি সেখানেই নার্সদেরই বেশি চোখে পড়েছে। বলতে গেলে সেখানে রোগীদের সেবার ক্ষেত্রে সবকিছুই নার্সরা করে থাকেন। আমি চাই বাংলাদেশেও এ রকম হোক।

বুধবার (৮ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের বিএসসি ইন নার্সিং ছাত্রছাত্রীদের ক্যাপিং সেরিমনি-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, নার্সিং পেশা অত্যন্ত সম্মানের। রোগীদের যেমন সম্মান আছে, তেমনি নার্সদের প্রতি রোগীদের প্রত্যাশাও আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সরা রোগীদের সেবায় অনন্য দৃষ্টান্ত রাখবে সেই প্রত্যাশা করি।