বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪ প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪ যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় মিয়ানমারের এক নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড পুলিশ (বিজিবি)। শনিবার রাতে ঘিবা মাঠ দুইজন নারী ও দুইজন পুরুষকে আটক করা হয়। এর মধ্যে মিয়ানমারের নাগরিক রয়েছেন। আটকেরা হলেন খিলগাঁওয়ের কৃষ্ণ ধর মণ্ডল, মুন্সীগঞ্জের আশা রাণী বাছাড়, নড়াইলের মোছা. শিউলি খাতুন ও মিয়ানমারের নাগরিক মো. হোসেন। বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানিয়েছেন যে, কাজের উদ্দেশে ভারতে যাচ্ছিলেন। আটক চারজনকে বেনাপোল থানায় সোর্পদ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: নাগরিকসহবর্ডাররয়েছেন