আয় ও ব্যয় বেড়েছে আওয়ামী লীগের

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪

আওয়ামী লীগের গত ২০২৩ অর্থবছরে ২৭ কোটি ১৪ লক্ষ টাকা আয়ের বিপরীতে ৯ কোটি ৮৭ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নির্বাচন কমিশন অফিসে ২০২৩ সালে আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।

তিনি জানান, ২০২৩ সালে দলটির আয় হয়েছে ২৭ কোটি ১৪ লক্ষ ৪৫ হাজার টাকা। যেখানে ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লক্ষ ৩৬ হাজার টাকা। আর বছর শেষে মোট ২১ টি একাউন্টে ৯০ কোট ৫৫ লাখ ৩১ হাজার টাকা স্থিতি আছে।

নির্বাচন কমিশনে আসা পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এর আগে, ২০২২ সালে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় করে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা।

একই সময়ে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয়, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া, প্রচার ও প্রকাশনা বাবদ ব্যয় করে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

বছর শেষে দলটির আয়-ব্যয় শেষে উদ্বৃত্ত ছিল ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। বছর শেষে স্থিতি ছিল ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।