নানা নাটকীয়তায় তুরস্কের জয়, নিশ্চিত পরের রাউন্ড প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪ প্রথমার্ধের ২০ মিনিটে লাল কার্ডে দশ জনের দলের পরিণত হয় চেক প্রজাতন্ত্র। ব্যাস, এতোটুকুই। ইউরোর ‘এফ’ গ্রুপে চেক প্রজাতন্ত্র আর তুরস্কের ম্যাচে প্রথমার্ধে বলার মতো আর যে কিছুই ঘটেনি। ম্যাড়ম্যাড়ে প্রথম হাফে আক্রমণও খুব একটা চোখে পড়েনি। কিন্তু দ্বিতীয়ার্ধ আবার পুড়াই মুদ্রার উল্টো পিঠ দেখালো। যেখানে দুই দল মিলে তিন খানা গোল আর এক খানা লাল কার্ড উপহার দিল দর্শকদের। প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ মিলিয়ে দুইটা লালকার্ড দেখা চেক প্রজাতন্ত্রের নয়জনের দলকে ২-০ গোলে হারিয়ে নম আউট রাউন্ড নিশ্চিত হয়ে গেল তুরস্কের। অপরদিকে পুরো টুর্নামেন্টে মাত্র একটা ড্রয়ে এক পয়েন্ট সংগ্রহ করা চেকদের বিদায় নিশ্চিত হয়ে গেল। এদিন ম্যাচ শুরুর আগে থেকেই দুই দলের লড়াইয়েরই আভাস পাওয়া গিয়েছিল। যেখানে শুরু থেকেই জমে উঠতে থাকে দুই দলের মাঠের লড়াই। মুহুর্মুহু আক্রমণের পসরা সাজাতে থাকে দুই দলই। চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের লড়াই।। এদিকে বল দখলের লড়াইয়ে প্রথমার্ধে আধিপত্য দেখায় তুরস্ক। এই সময়ে বল পাসেও এগিয়ে ছিল দলটি। অপরদিকে বেশ কয়েকটি আক্রমণ করলেও সফল হতে পারেনি। বলের দখল আর পাসিংয়ে তুরস্কের আধিপত্য বেশি থাকলেও গোলপোস্টে শট নেয়ায় সমান ছিল দুই দলই। তুরস্ক যেখানে চেক প্রজাতন্ত্রের গোলপোস্টে ৮ টি শট নিয়েছে অপরদিকে চেক প্রজাতন্ত্রও ৮ টি শট নেয় তুরস্কের গোল পোস্ট বরাবর, যারমধ্যে আবার তিনটি ছিল অন টার্গেট।শট। এভাবে দুই দলের এগিয়ে যাওয়ার আক্রমণ যেন আরও বেড়ে যায়। কিন্ত জোড়াল আক্রমণ করতে না পারায় বারবার ব্যার্থ হতে থাকে তুরস্ক ও চেক রিপাবলিকানরা। এর আগে ম্যাচের ২২ মিনিটে দশ জনের দলে পরিণত হয় চেক শিবির শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনোদল। যার ফলে প্রথমার্ধ ০-০ তে শেষ করে চেক প্রজাতন্ত্র ও তুরস্ক। এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই খেলা শুরু করে সমানতালে। যেখানে আক্রমণ আর পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসে দুই দল। প্রথমার্ধে দশ জনের দলে পরিণত হওয়া চেকদের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখাতে শুরু করে। এরইমধ্যে ম্যাচের বয়স ৫১ মিনিটেই এগিয়ে যায় তুরস্ক। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচের উত্তেজনা আরও বাড়তে থাকে। ১-০ তে পিছিয়ে থাকা চেকরা এবার সমতায় ফিরতে সময় নেননি। গোল খাওয়ার মাত্র পনেরো মিনিট পরই ম্যাচের ৬৬ মিনিটে সমতায় ফেরে চেক প্রজাতন্ত্র। এদিকে সমতায় থাকায় ম্যাচের বয়স যত বাড়তে থাকে দুই দলেরই আক্রমণ যেন ততই বেড়ে যায়। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর অতিরক্ত সময়ের ৯৪ মিনিটে এগিয়ে যায় তুরস্ক। আবারও পিছিয়ে পড়ে আক্রমণ বাড়ায় চেক প্রজাতন্ত্র। এবার আবারও ম্যাচের একদম শেশ বাশি বাজার আগে লাল কার্ড দেখলে নয় জনের দলে পরিণত হয় চেক প্রজাতন্ত্র। এরপর ম্যাচের পুরো ৯০ মিনিট পর্যন্ত দারুণ খেলা উপহার দেয়া দুই দলের আর কোনোদল গোল করতে না পারায় ২-১ এ জয় নিয়ে মাঠে ছাড়ে তুরস্ক। অপরদিকে হারকে সংগী করে বিদায় নিতে হল চেক প্রজাতন্ত্রকে। SHARES খেলাধুলা বিষয়: তুরস্কেরনিশ্চিতপ্রজাতন্ত্রের