মৌসুমের আগেই চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৪ মৌসুমের আগেই চট্টগ্রামে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু পরিস্থিতি। এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে তিন ডেঙ্গু রোগী। চিকিৎসকেরা বলছে, নগরী ছাড়াও আশঙ্কাজনকভাবে উপজেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছর চট্টগ্রামে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৮৭ জন। মারা গেছেন তিন জন। এই হিসাব শুধু যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের। ঘরে কিংবা ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগীর হিসাব নেই কারো কাছে। চলতি বছর আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকই শহরের বাইরের। যা আলাদা করে দুশ্চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (মেডিসিন) অনিরুদ্ধ ঘোষ জয় বলেন, একটা সময় ছিল ডেঙ্গু রোগী শুধু শহরেই দেখা যেত। কিন্তু এবার ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই প্রকোপ বেড়েছে। এ বছর আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকই শহরের বাইরের। সিটি কর্পোরেশন বলছে, শুধু তাদের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিষয়টিকে দায়িত্ব এড়ানো উল্লেখ করে নাগরিক সমাজের অভিযোগ, মশা মারার নামে দুর্নীতি চলছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ওষুধ ছিটিয়ে নয়, জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে জোরালো ভূমিকা রাখতে পারে। চট্টগ্রাম সনাকের জেলা সমন্বয়ক আখতার কবির বলেন, মশা নিধনের জন্য যে ওষুধ ব্যবহার হয় তা প্রকৃত অর্থে কোনো কাজে আসে না। সেগুলোতে প্রকৃত ওষুধ তো থাকেই না। বরং এমনও শোনা গেছে ওষুধ খেয়ে মশা আরও তরতাজা হয়ে ওঠে। গত বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। মারা গিয়েছিল রেকর্ড ১০৭ জন। SHARES জাতীয় বিষয়: ডেঙ্গুমৌসুমের