‘ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, হয়েছে সমঝোতা স্মারক’

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, হয়েছে সমঝোতা স্মারক। বিএনপি নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার তিনি এ মন্তব্য করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নেতারা এখন মিথ্যা বলার প্রতিযোগিতায় নেমেছে। বাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তাই বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না।