খুলনার ‘বিষফোঁড়া’ ইজিবাইক

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

খুলনা মহানগরীতে ইজিবাইকের বেপরোয়া চলাচল নগর জীবনে বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে। অনিয়ন্ত্রিত ইজিবাইকে বাড়ছে যানজট। প্রধান সড়কে এর সংখ্যা ও রুট নির্ধারণে আগের উদ্যোগগুলো কার্যকর হয়নি। নগরবাসী বলছেন, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণ জরুরি।

খুলনা নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজটের এ চিত্র প্রতিদিনের। নগরীতে অনিয়ন্ত্রিতভাবে ইজিবাইক বাড়ার সাথে সাথে বেড়েছে যানজট।

সিটি করপোরেশনের হিসেবে ৮ হাজার হলেও, প্রধান সড়কসহ অলিগলিতে চলছে ১৫ থেকে ২০ হাজার ইজিবাইক। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণের দাবি নগরবাসাীর।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এমন ভাবে এরা চালাচ্ছে এতে দুর্ঘটনা ঘটতেছে। রোড ব্লক করে দিচ্ছে। আরেক বাসিন্দা বলেন, এই যানবাহনগুলোর শৃঙ্খলার মধ্যে আসা উচিত। কর্তৃপক্ষ দৃষ্টি দিলে হয়তো এই শৃঙ্খলা ফিরে আসবে।

গ্লোবাল খুলনা নামের একটি বেসরকারি সংস্থার সভাপতি শাহ মামুনুর রহমান তুহিন বলেন, অবিলম্বে এই অবৈধ ইজিবাইক রাস্তা থেকে তুলে নেওয়া উচিত। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বিদ্যুতের ওপরেও এটি চাপ ফেলছে।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা লাইসেন্স দিয়েছি আট হাজার। সেখানে চলছে ১৫ থেকে ২০ হাজার। কার ছত্রছায়ায় চলে আমি জানি না। তবে আমি আমার অফিসকে বলে দিয়েছি যে, অবৈধ কোনো যানবাহন চলবে না।’

প্রধান সড়কে ইজিবাইকের সংখ্যা ও রুট নির্ধারণে সিটি করপোরেশন একাধিক উদ্যোগ নিলেও কার্যকর হয়নি।