পিচের মাটি খাওয়ার বিশেষ কারণ জানালেন রোহিত

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

ভারতীয় অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ জিতলেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়সে এসে জিতলেন অধিনায়ক হিসেবে প্রথম আইসিসি শিরোপা। এমন দীর্ঘ অপেক্ষার ফল যে শিরোপা, তার জন্য আনন্দটাও হয়েছে মাত্রা ছাড়ানো। আর্শদ্বীপ সিং, বিরাট কোহলিরা পাঞ্জাবের ঐতিহ্যবাহী নাচে বিশ্বকাপ জয়ের মুহূর্ত রাঙিয়েছেন। আর রোহিত শর্মা খেয়েছেন বার্বাডোডের মাটি।

স্পষ্টত ছবি ও ভিডিওতে দেখা যায়, যে পিচে খেলার পর বিশ্বকাপের শিরোপা পেয়েছেন, উদ্‌যাপনের এক মুহূর্তে সেই পিচ থেকে খানিকটা মাটি মুখে পুরেছেন ভারতীয় অধিনায়ক। আইসিসির অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তের ভিডিও আপলোড করা হয়েছে।

রোহিত বলেন, ‘কোনো কিছু আগে থেকে ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম। ’

এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপ জয়ের খুব কাছে ছিল ভারত। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভেঙে যায়। দলকে এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জেতানো থেকে বঞ্চিত হন রোহিত। এরপরের সময়টা তার কেটেছে মনের সঙ্গে যুদ্ধ করে। বিশেষ করে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বও হারিয়েছিলেন।