হাজতখানার শৌচাগারে ঝুলছিল আসামির মরদেহ, পুলিশ বলছে আত্মহত্যা

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪

চট্টগ্রামের চান্দগাঁও থানা হাজত থেকে জুয়েল নামের এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, আজ বুধবার ভোরে আত্নহত্যা করেছেন এই আসামি। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ডাকাতি প্রস্তুতি মামলায় চান্দগাঁও থানার খেজুরতলা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জুয়েলকে। বুধবার ভোরে হাজতে থাকা অবস্থায় ওষুধ চেয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ভোর সাড়ে ছয়টার দিকে হাজতের শৌচাগারের ওপরের জানালার লোহার রডের সঙ্গে পরনে থাকা শার্ট পেচিয়ে ঝুলে পড়েন জুয়েল। হাজতের এই স্থানটি সিসিটিভির আওতার বাইরে।

জুয়েলের পরিবারের লোকজন জানিয়েছেন, বিভিন্ন মামলায় পুলিশের নজরদারিতে থাকার পাশাপাশি সম্প্রতি একটি ব্যাটারিচালিত রিকশা হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জুয়েল। টাকার জন্য রিকশামালিকের অব্যাহত চাপও ছিল তাঁর ওপর।

এদিকে নিয়ম মেনেই জুয়েলকে হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারপরও তাঁর মৃত্যুর ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি। জুয়েলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা হয়েছে।