বাজারে দাম-নৈরাজ্য জানে সবাই, এলপি গ্যাসে ভূত তাড়াবে কে? প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪ যার চাহিদা বেশি তার দামও বেশি, দেশে এই নীতিতেই চলছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার। দামে অস্থির এই পণ্যটিতে প্রায় প্রতি মাসেই মূল্য সমন্বয় করে দেয় এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সরকার নির্ধারিত দাম যাই থাকুক, বাজারে তার চেয়ে বেশি মূল্য দিতে হয় ক্রেতাদের। সরকারের নির্ধারণ করা দাম কেবল কাগজে-কলমে। বিক্রেতা-ভোক্তা-কর্তৃপক্ষসহ সবাই জানে এলপি গ্যাসে দাম-নৈরাজ্যের এই খবর। তাই প্রশ্ন উঠেছে, এলপি গ্যাসে ভূত তাড়াবে কে? রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এলপিজি সিলিন্ডার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ৪২০ টাকায়। অথচ সর্বশেষ গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করে দেয় বিইআরসি। এতে বাড়তি ৩৪-৫৪ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। যার চাহিদা বেশি তার দামও বেশি গ্রাহকপর্যায়ে বেশ কয়েকটি কোম্পানি এলপি গ্যাস বাজারজাত করে। এর মধ্যে বসুন্ধরা, যমুনা, ওমেরা, আইগ্যাস অন্যতম। এর মধ্যে বসুন্ধরা এলপিজির দাম সবচেয়ে বেশি। বসুন্ধরার ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৪২০ টাকায়। এছাড়া ওমেরা ১ হাজার ৩৯০ টাকা, আইগ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ৩৭০ টাকায়। SHARES জাতীয় বিষয়: এনার্জিএলপিজিচাহিদা