যে কারণে উপহার হিসেবে চকলেট সেরা প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ হয়ত আপনি বিশেষ দিনটির কথা মনে রাখতে পারেননি। কিংবা তীব্র যানজটে প্রিয়জনের কাছে সময়মতো পৌঁছাতে পারেননি। বুদ্ধি করে এ সময় খালি হাতে না গিয়ে সঙ্গে নিন গোটা-কয়েক চকলেট। আপনার এই ছোট উপহার প্রিয়জনের মুখে হাসি এনে দেবে। চকলেট পেলে খুশি হন না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ভালোবাসা দিবস, জন্মদিন, মা দিবস কিংবা ঈদ- যেকোনো উৎসবেই চকলেট অনায়াসে মানিয়ে যায়। আজ ৭ জুলাই বিশ্বজুড়ে পালিত হচ্ছে চকলেট দিবস। এ দিনে নিজে যেমন পছন্দের ব্র্যান্ডের চকলেট খেতে পারেন, তেমনি প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে চমকে দিতে পারেন। আজ বলবো উপহার হিসেবে চকলেট কেন সেরা- দামে কম, মানে ভালো চকলেটপ্রেমীদের জন্য এরচেয়ে ভালো উপহার আর কিছুই হতে পারে না। যদি প্রিয়জনের মুখে হাসির রেখা এনে দিতে চান, আবার আপনার পকেটের অবস্থাও খারাপ। তখন নিঃসন্দেহে চকলেটের ওপর নির্ভর করতে পারেন। বাজেট বেশি থাকলে আবার কয়েকটি ব্র্যান্ডের চকলেট একত্র করে দিতে পারেন। আমাদের দেশের জনপ্রিয় কিছু চকলেটের মধ্যে রয়েছে কিটক্যাট, ডেইরি মিল্ক, স্নিকারস, আমুল, বাউন্টি, ফেরেরো রোশার, হার্শে, টুইক্স ইত্যাদি। স্বাস্থ্যগুণ সুস্বাদু তো বটেই! স্বাস্থ্যগুণেও ভরপুর এই খাবারটি। বিশেষ করে, ডার্ক চকলেটে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট রয়েছে, স্বাস্থ্যকর জীবনের জন্য যা একটি গুরুত্বপূর্ণ উপাদান। ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েড রক্তপ্রবাহ বজায় রাখে। এছাড়া নিয়মিত ডার্ক চকলেট খেলে হৃদরোগের ঝুঁকি কমে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয়। এমন জিনিস তো আসলে বারবার উপহার দেওয়া উচিত, তাই না! স্মৃতি রয়ে যায় মনে মিমি চকলেটের কথা মনে আছে? কমলার কোয়া আঁকা কালো মোড়কের মিমি চকলেট আজও নব্বই দশকের মানুষের কাছে এক মধুর স্মৃতি। একইভাবে আপনি যখন কাউকে চকলেট উপহার দেবেন, তাদের জন্য তা সব সময় স্মৃতিবহ হয়ে থাকবে। লাক্সারি চকলেটের ঝলমলে মোড়কই হোক বা কোকোর মন কেমন করা সুঘ্রাণ- আপনার উপহারের চকলেট প্রাপকের মনে দাগ কেটে থাকবে বহুদিন। ঝকঝকে মোড়ক মানুষ বলে, ‘আগে হোক দর্শনদারি, পরে গুণবিচারী’। উপহার যেমনই হোক, তা যখন সুন্দর একটি মোড়কে উপস্থাপন করা হয়, তার আবেদন বেড়ে যায় বহুগুণ। সাধারণ একটি উপহারও অনন্য হয়ে উঠতে পারে মোড়কের গুণে। অন্যদিকে, বাজারে পাওয়া প্রায় সব চকলেটের প্যাকেজিং বা মোড়ক হয় রঙিন ও ঝকঝকে। চকলেট উপহার দেওয়ার সময় তাই আপনাকে আলাদা করে একে আকর্ষণীয় করে তোলার ব্যাপারে ভাবতে হবে না। তথ্যসূত্র: ম্যাপল গিফটস, দ্য ট্রাফলিয়ারস SHARES ফিচার বিষয়: খেতেচকলেট