চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি কেন নয়, জানতে চেয়ে হাইকোর্টে রুল

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪

চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি কেন নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদী ও তার মা আইনজীবী ইশরাত হাসান এই রিট দায়ের করেন। রিটে কেবিনেট সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়।

রিটে বলা হয়, নবজাতকের যত্ন নেওয়া মা-বাবার উভয়ের দায়িত্ব। এ ছাড়া সন্তান জন্মের পর শিশুর পাশাপাশি মায়েরও বিশেষ যত্নও জরুরি। কিন্তু পিতৃত্বকালীন ছুটির বিধান না থাকায় চাকরিজীবী স্বামীরা এই দায়িত্বপালন করতে পারেন না।

ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ৭৮টি দেশে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা রয়েছে বলে উল্লেখ আছে এই রিটে।