ভাগ্যের ফেরে পাওয়া গোল নিয়েই রোনালদোর পেছনে মেসি প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৪ কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা যেমন ফাইনালে যাওয়ার উপলক্ষ্য ছিল, তেমনি ছিল লিওনেল মেসির গোলে ফেরার মঞ্চও। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্ব ও নক আউটের ৩ ম্যাচ খেলেও গোল নেই আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে। তবে কি ২০১০ বিশ্বকাপের মতো গোলহীন একটা টুর্নামেন্ট কাটাবেন মেসি? এমন শঙ্কাও অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে ভাগ্যের ফেরে শঙ্কার মেঘ দূরে সরিয়েছেন ৩৭ বছর বয়সী ইন্টার মায়ামি তারকা। আর্জেন্টিনাও ২-০ গোলের সহজ জয়ে উঠে গেছে ফাইনালে। এরমধ্যে ম্যাচের ৫১তম মিনিটে গোলের খাতায় নাম লিখিয়েছেন মেসি। তবে গোলটা হতে পারত এনসো ফের্নান্দেসের। জটলা থেকে বল পেয়ে চেলসি তারকার শট জালে আশ্রয় নেওয়ার আগে মেসির পায়ে স্পর্শ লাগে। তবে গোল যেভাবেই হোক, এ গোলে একটা মাইলফলকে পৌঁছেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন অধিনায়ক। কানাডা ম্যাচে মেসির আজকের গোলটি আর্জেন্টিনার জার্সিতে ১০৯তম গোল। পেছনে ফেললেন ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ীকে (১৪৮ ম্যাচে ১০৮ গোল)। আর্জেন্টাইন মহাতারকার সামনে এখন কেবলই ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের জার্সিতে ১৩০ গোল করে সবার ওপরে আছেন পর্তুগিজ কিংবদন্তি। ভাগ্যের জেরে পাওয়া আজকের মাইলফলকের গোলের মধ্যদিয়ে ৩৮টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে গোল করলেন মেসি। এছাড়া কোপা আমেরিকা টুর্নামেন্টে এটি মেসির ১৪তম গোল। ১৭ গোল নিয়ে এ টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছেন স্বদেশী নরবার্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনহো। SHARES খেলাধুলা বিষয়: বিশ্বকাপেরমেসির